শিরোনাম
‘Multiple Indicator Cluster Survey (MICS) : Round 7 (2024-2025)’ কার্যক্রম চলমান ।
বিস্তারিত
বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউনিসেফ বাংলাদেশ কর্তৃক যৌথভাবে ৭ম রাউন্ড ‘Multiple Indicator Cluster Survey (MICS) : Round 7 (2024-2025)’ কার্যক্রম পরিচালনা করছে। এটি একটি বিশ্বব্যাপী পরিচালিত খানা জরিপ। এ জরিপে ৬৪টি জেলাসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রতিটি’তে ৪৭টি করে Primary Sampling Unit (PSU) নির্ধারণ করা হয়েছে। আবার প্রতিটি PSU হতে ২০টি খানার তথ্য সংগ্রহ করা হবে। MICS 2025 এর ফলাফল ৬৪টি জেলা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ মোট ৬৭টি ডোমেইনে প্রকাশ করা হবে। এই জরিপের মাধ্যমে দেশের মোট ৬২,৯৮০টি খানা হতে জনগণের আর্থ-সামাজিক অবস্থা, মা ও শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, প্রতিবন্ধিতা, বিবাহ, স্যানিটেশন এন্ড হাইজিন, খাবার পানির গুণগত মান পরীক্ষা, লবণের মান পরীক্ষা ইত্যাদি সংক্রান্ত তথ্য ট্যাবের মাধ্যমে সংগ্রহ করা হবে। MICS 2025 জরিপে প্রথমবারের মতো গর্ভবতী নারীদের রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) পরীক্ষা এবং ০১ থেকে ০৪ বছর বয়সী শিশুদের রক্তে সীসার স্তর ও অন্যান্য ভারী ধাতু, মাইক্রোনিউট্রিয়েন্ট এর উপস্থিতি মূল্যায়নের জন্য রক্তপরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। প্রায় ৩০টি এসডিজি ইন্ডিকেটরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টরসমূহের ইন্ডিকেটর প্রস্তুতের লক্ষ্যে এ জরিপটি পরিচালিত হবে। এই জরিপ হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত সূচকসমূহ দেশের বিভিন্ন কৌশলগত পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং এসডিজি এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর এর অগ্রগতি পরিবীক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ধারাবাহিকতায় ‘Multiple Indicator Cluster Survey (MICS) 2025’ জরিপ পরিচালিত হচ্ছে। এ জরিপ কার্যক্রম সারাদেশব্যাপী আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি. হতে ৩০ জুন, ২০২৫ খ্রি. পর্যন্ত চলবে।